আমরা বাস্তবে তিন প্রকার প্লাষ্টার করে থাকি
১.সিলিং ও ঢালায় সার্ফেস= ০.৫০"২.রাহিরের ওয়াল ০.৭৫"
৩.ভিতরের ওয়াল ১.০০"
১৫০০ বর্গফুটের প্লাষ্টার এস্টিমেট
প্লাষ্টারের পুরুত্ব = ০.৭৫"
অনুপাত (১:৪)
প্লাষ্টারের ভেজা মসলার পরিমান
= ১৫০০x(০.৭৫÷১২)
= ৯৩.৭৫ ঘনফুট
শুকনা মসলার পরিমান = ৯৩.৭৫x১.৫
= ১৪০.৬৩
অনুপাতের যোগফল = (১+৪)=৫
সিমেন্ট = (১৪০.৬৩x১÷৫)÷১.২৫
= ২২.৫০ ব্যাগ
বালি = (১৪০.৬৩x৪÷৫)
= ১১২.৫০ ঘনফুট
Comments
Post a Comment